ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জিলকদ ১৪৪৫

অভিনেতা পার্থসারথি দেব এর প্রয়াণ, খোঁজ নেয়নি পরিবার

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১৭:৪৫

৪২ দিন ধরে ভেন্টিলেশনে চিকিৎসাধীন থাকার পর টালিউড অভিনেতা পার্থসারথি দেব এর প্রয়াণ ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) রাতে গুণী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে পশ্চিম বাংলার আর্টিস্ট ফোরাম। তাদের পাঠানো সংবাদ বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থসারথি। দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ ছিল। গত সপ্তাহ থেকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তার। এই অভিনেতার দেখাশোনা করেছিলেন কলকাতার আরেক অভিনেতা বাপি দাস।

হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘পার্থ দা দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় জর্জরিত। তার সঙ্গে বুকে সংক্রমণ ও নিউমোনিয়া দুটোই ধরা পড়েছে। আমি ও আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থ দার পাশে কেউ নেই। আর্থিক সাহায্য করছে ফোরাম। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু কোনোরকম সাড়া পাইনি।’

প্রসঙ্গত, দীর্ঘ ৪০ বছর অভিনয়ের সাথে যুক্ত ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। অসংখ্য টিভি ধারাবাহিক সহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। নাটকের মঞ্চেও ছিল তার সাবলীল অভিনয়। ‘চুনি-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’ থেকে ‘প্রেম আমার’সহ একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায়। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও তিনি অভিনয় করেছিলেন। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’তেও তাকে দেখা গেছে। সবশেষে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেতাকে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ