ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই

প্রকাশনার সময়: ২৫ জুলাই ২০২১, ০৯:৫৫

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ২৮ জুলাই থেকে পুনরায় শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে ২৫০ টাকা ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে বিগত বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না।

তবে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এবং ঢাকা বিশ্ববদ্যিালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ হলে জাতীয় বিশ্ববদ্যিালয় ভর্তি কার্যক্রম শুরু করলেও এবছর এখনো ঢাবি কিংবা ঢাবির অধিভুক্ত কলেজগুলোতে ভর্তি আবেদন প্রক্রিয়ার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

নয়া শতাব্দী/জেআই/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ