ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

প্রকাশনার সময়: ২০ জুলাই ২০২১, ১৫:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সুলতান-উল-ইসলাম।

১৬, ১৭ ও ১৮ আগস্ট ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে এ তারিখ পেছানো হয়েছে। ঈদুল আজহার পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ‘আগস্টের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ঊর্ধ্বগতির কারণে এই সময়ে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।

‘পরীক্ষা স্থগিত করতে গতকাল সোমবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আজ সেই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঈদের পর করোনার অবস্থা বুঝে নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ