ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জিলহজ ১৪৪৫

উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন জবির সাবেক শিক্ষার্থী

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৭:৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী মো. মাছুম বিল্লাহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ১১ ব্যাচের ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২১ মে) রাতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

জানা যায়, ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী মাসুম বিল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ হাবিব খান তালা প্রতীক নিয়ে ১৫ হাজার ৮৬০ ভোট পেয়েছেন।

নবনির্বাচিত উপজেলার ভাইস চেয়ারম্যান মাছুম বিল্লাহ বলেন, চিরঋণী হয়ে গেলাম আমি আলমডাঙ্গা উপজেলাবাসীদের কাছে। আমি এই উপজেলাবাসীদের জন্য সর্বোচ্চ টুকু দিব, উপজেলার উন্নয়নের যা যা করা লাগে আমি করব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় পড়াকালীন থেকে ইচ্ছা ছিল নেতৃত্ব দিব, এবার নির্বাচিত হতে পেরেছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ