ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৪, ১৫:০৬

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন,বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন। বাংলাদেশের সঙ্গে পূর্বের চেয়ে আরও বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীও আগ্রহী।

সোমবার (২২ এপ্রিল) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

এর আগে, চীনের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫ এর ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহিদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধের অ্যাডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে তিনি স্বাক্ষর করেন। এরপর চীনা রাষ্ট্রদূত টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় চীন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) উখিং মে, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ