ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ ১৪৪৫

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রকাশনার সময়: ০২ মে ২০২৪, ১৭:৩৫

দেশের ইতিহাসে রেকর্ড তাপমাত্রার পর এক ডিগ্রি সেলসিয়াস কমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কমেনি তাপমাত্রার তেজও। এখনও অস্বস্তিতে রয়েছে চুয়াডাঙ্গায় জেলার মানুষ।

বৃহস্পতিবার (২ মে) বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এরআগে, বুধবার (১ মে) ৪২ দশমিক ৮, মঙ্গলবার (৩০ এপ্রিল) ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে জেলা আবহাওয়া অফিস।

এদিকে, প্রখর রোদের সঙ্গে ভ্যাপসা গরম হাওয়ায় চারদিকে হাসফাস অবস্থা। ভরদুপুরে খোলা আকাশের নিচে কিংবা পাকা রাস্তায় চলাফেরা করা সম্ভব হচ্ছে না। তেতে হয়ে আছে সড়কের পিচ।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেসময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৫২ শতাংশ। এরপর বেলা ১২টায় তাপমাত্রা দাড়ায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাস আর্দ্রতা ছিল ১৯ শতাংশ। বেলা ৩ টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেডর্ক করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেইসাথে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০ শতাংশ।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ