ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

১৫ জন জেলে নিয়ে কুয়াকাটায় ট্রলার ডুবি

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮

গতরাতে হঠাৎ সমুদ্র উত্তাল হলে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঢেউয়ের তোপে ১৫ জন জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে ।

রোববার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অদূরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ট্রলারে থাকা আলী হোসেন মাঝি বলেন, ‘গত শুক্রবার মাছ ধরতে ১৫ জন জেলে নিয়ে আলীপুর মৎস্য বন্দর থেকে সমুদ্রের উদ্দেশে বেড়িয়ে পরি, হঠাৎ করেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে আবহাওয়ার অবস্থা খারাপ দেখে গভীর সমুদ্রে না গিয়ে বন্দরের দিকে ফিরে আসার চেষ্টা করি। তখন হঠাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছাকাছি আসার সময় ঢেউয়ের প্রবল চাপে আমাদের ট্রলারটি উল্টে যায়।’

সী বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন জানান, ‘হঠাৎ দেখলাম একটি ট্রলার উল্টে গেছে, লোকগুলো তার উপরে দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমার ৩টি ওয়াটার বাইক নিয়ে ৫ জন ট্যুর গাইডকে পাঠিয়ে দেই। এই উত্তাল ঢেউয়ের মাঝে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পরে ১৫ জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

দুর্ঘটনার পরে ট্রলারটিকে কুয়াকাটা সানসেট বন্টক পয়েন্টে নিয়ে আসা হয়েছে। এখবর শুনে ট্রলার দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ