ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

কুয়াকাটায় দুই দিনে এলো ৩ মৃত ডলফিন 

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ১টি ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সানসেট পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় ট্যুর গাইড ফজলুর রহমান। পরে ফজলু কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদেরকে খবর দেয়।

এর আগে বুধবার সকাল ৮ টায় ও দুপুর ১ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে শুশুক প্রজাতির ৬ফুট ও ৪ফুট লম্বা দুটি ডলফিন ভেসে আসছিল। ফজলু জানায়, ট্যুরিস্ট নিয়ে লেম্বুরবন যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পরে। সকালের জোয়ারে ডলফিনটি এখানে ভেসে এসে আটকে রয়েছে।

ইউএসএআইডি/ ওর্য়াল্ডফিশ বাংলাদেশের (ইকোফিশ-২) অ্যাক্টিভিটি’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, কুয়াকাটা সৈকতের বৃহস্পতিবারে দুটি ডলফিন আসছিল সেগুলোর কলিজা, জিব্বাহ সহ বেশ কিছু স্যাম্পেল সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে। এখন যে ডলফিনটি আসছে এটা বনবিভাগ ও মৎস্য বিভাগের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ২দিনে কুয়াকাটা সৈকতে ৩ টি মৃত শুশুক ও ইরাবতী ডলফিন ভেসে আসলো। এগুলোকে আমাদেরকে আসলে ভালো বার্তা দিচ্ছে না। এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ