ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়তি দামেই তেল বিক্রি

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২৪, ১৮:০৩ | আপডেট: ০১ মার্চ ২০২৪, ১৮:২৫

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়তি দামেই সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে বাজারে। অথচ মার্চের শুরু থেকে সয়াবিন তেল লিটার প্রতি ১০ টাকা কমে ১৬৩ টাকায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা। কিন্তু সে নির্দেশনা মানা হচ্ছে না। এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে তেল। এছাড়া খোলা তেল ১৪৯ টাকায় বিক্রির কথা থাকলেও সেখানেও নেই দাম কমার প্রভাব।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর বাসাবো মাদারটেক বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা আগের দামেই তেল বিক্রি করছেন। সরকারি নির্দেশনা যেন সরকারি দপ্তরের কাগজে-কলমেই রয়ে গেছে। এতে একদিকে যেমন ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে সরকারি নির্দেশনাকেও।

তেল বিক্রেতা রাসেল বলেন, আমাদের এখানে ১৭০-৭৫ টাকা দামেই বোতলের তেল বিক্রি হচ্ছে। বাজারে এখনো নতুন তেল আসেনি। নতুন তেল এলেই দাম কমবে। যে তেল আছে, সেগুলো তো বাড়তি দামে কেনা। বাড়তি দামে তেল কিনে লসে তো বিক্রি করা যায় না।

বাজারে তেলের দাম বাড়লে পুরোনো তেলের দাম কীভাবে বৃদ্ধি পায় জানতে চাইলে তিনি বলেন, এটা অনেকেই করে। দাম বাড়লে তো সবাই বাড়াবেই। অনেকে আবার আগের রেটেই তেল বিক্রি করে।

মিরপুর-১১ কাঁচা বাজারের এক বিক্রেতা বলেন, নতুন তেল পাইনি। তবে আমি লিটারে ৫ টাকা দাম কমিয়ে বিক্রি করছি। আশপাশের অনেক দোকানেই ১৭০-৭৫ দামে বিক্রি করছে। এই পাঁচ-দশ টাকা কমানোতে বাজারে আহামরি পরিবর্তন হয় না।

তেল কিনতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা ইয়াসিন পাভেল বলেন, আগের দামেই তেল বিক্রি হচ্ছে। আমি ১৭০ টাকা করেই তেল কিনলাম। নিউজে তো দেখেছিলাম ১ মার্চ থেকে লিটারে ১০ টাকা কমবে। সেই চিত্র তো বাজারে দেখতে পাচ্ছি না। বাজারে কিছুর দাম বৃদ্ধির আগেই সব ব্যবসায়ী খবর পায়। তখন তাদের বলা লাগে না দাম বৃদ্ধি করে বিক্রি করুন। কিন্তু দাম কমলে তারা মনে খবর রাখে না। ভোক্তাদের কেন এসব হিসাব প্রতিদিন করতে হবে? ১০ টাকা কিন্তু কম টাকা না। একজন রিক্সা চালক হাড়ভাঙা পরিশ্রম করে একজন প্যাসেঞ্জার থেকে ১০ টাকা পায়। কিন্তু বিক্রেতাদের কাছে এগুলো বিষয়ই না। কেউ দাম কমায়নি।

বাজার করতে আসা আমেনা বেগম বলেন, সবকিছুই দাম বাড়ছে। দাম কবে কমলো বুঝলাম না তো। আমি তো বাসার বাজার রেগুলারই করি, কিন্তু দাম কমেছে এমন কিছুই দেখিনি। সবকিছুরই না-কি দাম বাড়ে। পেঁয়াজ, রসুন ও আদা থেকে শুরু করে সব কিছুতেই দাম বেড়েই চলছে।

এর আগে, শুল্ক ছাড় দেওয়ার পর সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দেন মিল মালিকরা। বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে টাস্কফোর্স ও জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ