ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

দ্বিতীয় ডোজের আওতায় প্রায় ৪ কোটি ৮২ লাখ মানুষ

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০৩
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে বুধবার প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের ১০ লাখ ৫৪ হাজার ৬৩ ডোজ দেয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২৪ লাখ ৯৭ হাজার ৮৮৯ স্কুল শিক্ষার্থীকে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৯৫ হাজার ১৯৯ জন।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেয়া হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৫২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৫ লাখ ২১ হাজার ৫৩৫ জনকে। আর আজ ১ লাখ ৮৩ হাজার ১৩৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেয়া হয়েছে এবং ৪ হাজার ৬৭০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৩২৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৯৬০ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ