ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

অসুস্থ শিশুদের মানসিক প্রশান্তি দিতে হাসপাতালেই প্লে সেন্টার 

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৯

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য প্লে সেন্টার তৈরি করেছেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার।

যার ফলে এখন থেকে হাসপাতালটিতে ভর্তি হওয়া শিশুরা খেলাধুলা ও নাচ-গানও করতে পারবে। এতে অসুস্থতায় কাতর শিশুরা চিকিৎসার পাশাপাশি পাবে মানসিক প্রশান্তিও।

গতকাল মঙ্গলবার হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ‘আশিক প্লে সেন্টার’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মির্জা কামরুল জাহিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সারের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সালমা চৌধুরী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আফজাল হোসনে চৌধুরী, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিতোষ কুমার পালতি, ডা. অভি কুমার চক্রর্বতী, এনেসথ্যাসিয়া বিভাগের প্রধান ডা. মো. শহিদুল ইসলাম প্রমুখ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ