ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

গফরগাঁওয়ে মাদকাসক্তের আগুনে পুড়ে ছাই ৫কক্ষ

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২১, ১৭:০৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মাদকাসক্ত তরুণ

মায়ের সাথে কথা কাটাকাটির জের ধরে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের বসত ঘর আগুন দিয়ে

পুড়িয়ে দিয়েছেন এক মাদকাসক্ত তরুণ। আগুনে বসত ঘরের ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের সতেরবাড়ি

গ্রামে। ওই মাদকাসক্ত তরুণের নাম জিসান (২২)। সে ওই গ্রামের মৃত সাইফুজ্জামানের ছেলে।

জানা যায়, মাদকাসক্ত ছেলের অত্যাচারে তার মা বেশ কিছুদিন ধরে ময়মনসিংহে এক আত্মীয়ের

বাসায় বসবাস করছেন। চার-পাঁচদিন পূর্বে মোবাইলে মায়ের সঙ্গে জিসানের কথা

কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার রাত পৌনে ৯টার দিকে জিসান হঠাৎ নিজেদের বসত ঘরে

আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা

দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভালেও মাটির দেয়ালের বসতঘরের পাঁচটি কক্ষের চালা, আসবাবপত্র

ও অন্যান্যে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে

স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, স্থানীয়রা জানিয়েছেন আগুন দিয়ে

নিজের ঘর পুড়িয়ে দেয়া জিসান মাদকাসক্ত। বিষয়টির তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা

নেয়া হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ