ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

সুন্দর হতে চান, জেনে নিন কীভাবে ঘুমাবেন..

প্রকাশনার সময়: ২১ জুন ২০২১, ১৬:১৯ | আপডেট: ২১ জুন ২০২১, ১৮:৩৪

সুন্দর হতে কেই বা না চায়। সুন্দর হওয়ার জন্য আমরা কত টাকাই না ব্যয় করি। তবে এবার ঘবেষণা বলছে ঘুমের অবস্থানের কারণেও ত্বকের সৌন্দর্য বাড়ে কমে।

নিয়মিত স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঘুমের সঙ্গে ঘুমানোর ধরনটিও অন্তর্ভুক্ত রয়েছে। কারণ ঘুমের ধরন আমাদের ত্বক ও স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।

বিশেষজ্ঞরা বলছেন, ত্বক যেমন খাবার খাওয়াকে প্রতিবিম্বিত করে, তেমনই কতটা ভালো ঘুম হয় তাও প্রতিফলিত করে। ঘুমের ভুল অবস্থানের প্রভাবে ত্বকে ফুসকুড়িসহ আরও অনেক কিছু হতে পারে।

আমরা অনেকেই জানি না যে আমাদের ত্বকের জন্যও শ্বাস-প্রশ্বাস নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ঘুমের কিছু অবস্থান ত্বকের শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে। ফলে ত্বকে আসতে পারে পরিবর্তন ও ত্বক হয়ে যেতে পারে রুক্ষ।

এ সমস্যা সমাধানে কিছু টিপস—

ঘুমানোর সময় অবশ্যই বালিশে কভার ব্যবহার করতে হবে। কভার ব্যবহার না করলে বালিশে থাকা ব্যাকটেরিয়া অনেক সময় ত্বকে গিয়ে ত্বকের ক্ষতি করে।

ভুলভাবে বালিশ নিয়ে ঘুমালে তার প্রভাব পড়তে পারে ত্বকে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের জন্য ভালো অবস্থান হচ্ছে সোজা হয়ে পিঠে ভর দিয়ে ঘুমানো। ফলে ত্বক ভালোভাবে শ্বাস নেওয়ার সুযোগ পায় এবং ভালোভাবে রক্ত সঞ্চালনে সহায়ক ভূমিকা পালন করে। এ ছাড়া এ নিয়মটি ত্বকের জ্বালা রোধে সহায়তা করে।

অনেকে পাশ ফিরে বা পেটে চাপ দিয়েও ঘুমান। এতে মুখের একপাশ বালিশে ঢাকা থাকে এবং এটি ত্বকের শ্বাস-প্রশ্বাসে বাধা প্রদান করে। এই কারণে ত্বকে ফুসকুড়ি ও জিটস হতে পারে।

নয়া শতাব্দী/ এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ