ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ ১৪৪৫

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: ভোট চাইলেন পুতিন

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ১৬:৫৩

রাশিয়ায় তিনদিন ব্যাপী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১৫ মার্চ) থেকে শুরু হবে ভোটগ্রহণ। ইতোমধ্যে এ নির্বাচন ঘিরে সব ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট প্রার্থী ভ্লাদিমির পুতিন।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া এক নির্বাচনি ভাষণে এ আহ্বান জানান তিনি। এ সময় ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলের ভোটারসহ রাশিয়ার ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন রুশ প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

এক ভিডিও বার্তার ভাষণে পুতিন বলেন, ‘আমাদের এখন ঐক্য ও সংঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যাবশ্যক। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।’

রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রোববার (১৭ মার্চ) পর্যন্ত। এবারের নির্বাচনে পুতিনই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা গেছে। গত মাসের এক জরিপে পুতিন ৭৫ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ