ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

নারীদের বিশেষ দিনে যে ‘উপহার’ দিলেন মোদি

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ১৬:৪৩ | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ১৬:৫৩

আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন।

এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ টাকা কম করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবে।’

তিনি বলেন, ‘রান্নার গ্যাসকে আরও মানুষের সাধ্যের মধ্যে নিয়ে এসে আমরা পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটি হলো নারীর ক্ষমতায়নে আমাদের দায়বদ্ধতার পরিচয়, তাদের জীবনযাত্রাকে আরও সহজ করার চেষ্টা।’

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম দুইশ টাকা কমিয়েছিল মোদি সরকার। কমানোর পর গ্যাসের সিলিন্ডারের দাম হয় ৯০০ টাকা। এখন ১০০ টাকা কমানোর পর দাম হবে ৮০০ টাকা।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ