ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

গাঁজা বৈধ করলো জার্মানি, তবে রয়েছে শর্ত

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২০

জার্মানিতে গাঁজা ব্যবহার ও চাষকে বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে নতুন আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। মন্ত্রিসভার ঘোষণায় বলা হয়, অন্যান্য মাদকের প্রভাব কমানোর পাশাপাশি কালোবাজারে মাদক ব্যবসায়ীদের বিস্তার রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তুমুল তর্ক-বিতর্কের পর ৪০৭-২২৬ ভোটে বিলটি পাস হয়। তবে রয়েছে কিছু শর্ত ও বিধিনিষেধ। আইন অনুযায়ী প্রাপ্তবয়স্করা তাদের সঙ্গে সর্বোচ্চ ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারবে। এছাড়া নিজ ঘরে সর্বোচ্চ ৫০ গ্রাম গাঁজা রাখতে পারবেন; পাশাপাশি বাড়িতে একজন সর্বাধিক তিনটি গাঁজার গাছ লাগাতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ আইনে গাঁজা বহন ও কেনা-বেচার ক্ষেত্রেও কড়াকড়ি রাখা হয়েছে। এছাড়া, স্কুল ও খেলার মাঠের আশেপাশে গাঁজা বহন ও বিক্রির ওপরেও রাখা হয়েছে নিষেধাজ্ঞা।

আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই আইন। তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের জন্য গাঁজা সেবন নিষিদ্ধই থাকছে।

নতুন এই আইন নিয়ে জার্মানির ১৬টি রাজ্যের কয়েকটি থেকে বিরোধিতা করা হয়েছে। রক্ষণশীল খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন শাসিত দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য বাভারিয়া সরকারকে বিষয়টি নিয়ে আবার চিন্তা করার আহ্বান জানিয়েছে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ