ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

‘ঢাকা নগর পরিবহন কোন ড্রিম প্রজেক্ট হতে পারে না’

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২১, ২০:২৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১, ২০:৩৪

এই ‘ঢাকা নগর পরিবহন’ কোন ড্রিম প্রজেক্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা শামিম হাসান সরকার। বুধবার (২৯ ডিসেম্বর) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন এ অভিনেতা।

শামিম হাসান সরকার প্রশ্ন তুলে লেখেন, 'পুরান মুড়ির টিনগুলারে পিটায়া সবুজ রঙ মেখে দিয়ে "ঢাকা নগর পরিবহন" নামে বাস সার্ভিস চালু করে মানুষকে প্রতারিত করার মানে কি?'

তিনি আরো লেখেন, '২০২২ এসে যাচ্ছে! আমরা কি এখনো গাব? সবাই কি অশিক্ষিত? সবাই কি অবিবেচক? সবাই কি অন্ধ?'

ঢাকা নগর পরিবহনের বাজেট প্রসঙ্গে এই অভিনেতা লেখেন, 'কোথায় সুন্দর বাস হবে, বাস র‍্যাপিড ট্রান্সিট (BRT) হবে! আর আমরা এই সময়ে এসে পুরান ভাত নতুন প্লেটে নিয়ে খাচ্ছি! অবশ্যই বাজেট ছিলো এবং অবশ্যই সেটা খাওয়া শেষ।'

ভিউয়ার আর্টিস হিসেবে পরিচিত অভিনেতা তার পোস্টে আরো জানান, ‘এটা আমি টেলিভিশন অভিনেতা হিসাবে লিখি নাই। আমি সিভিল ইঞ্জিনিয়ার। আমার মেজর Transportation, সেকারণে লিখলাম।’

জনপ্রিয় এ অভিনেতা নিজের প্রত্যাশা জানিয়ে আরো লেখেন,' We should look up and down both! উপরে সুন্দর মেট্রোরেল যেমন চলবে তেমন নিচেও সুন্দর চকচকা ভালো ব্র্যান্ডের বাস দেখতে চাওয়া দোষের কিছু না!'

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ