ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

চার বছর পর কলকাতা মাতাবেন জেমস

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯

শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাসহ পুরো ভারতবর্ষে ভক্ত-অনুরাগীর অভাব নেই নগরবাউল খ্যাত জেমসের। তার দরাজ কণ্ঠে বহুবার কেঁপেছে কলকাতার মাটি। সেখানে তার কনসার্টে ঢাকার মতোই উন্মাদনা তৈরি হয়। কলকাতার নজরুল মঞ্চে জেমসের সর্বশেষ কনসার্টটি ছিল ২০১৮ সালে। দীর্ঘ ৪ বছরের বিরতির পর অবশেষে কলকাতার মঞ্চে গাইবেন জেমস- এমন খবর পাওয়া গেলো।

জানা গেছে, আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই কনসার্টে গাইবেন তিনি। সেখানে নগরবাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার সফলতম ব্যান্ড ‘ফসিলস’। ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবে কলকাতাবাসী।

দীর্ঘ চার বছর পর কলকাতা সফর প্রসঙ্গে জেমস বলেন, ওপার বাংলার মানুষের সামনে বহুদিন পর হাজির হবো। আশা করছি, গানে গানে সবার মন ভরাতে পারবো।

কনসার্টের টিকিট প্ল্যাটফর্ম সূত্রে জানা গেলো, ৩ মার্চ বিকেল ৫টায় শুরু হবে শো। চলবে প্রায় মধ্যরাত অব্দি। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ রুপি। পূজোওয়ালাদের ‘গান পূজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ