ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

ক্যাম্পাসেই হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের ঈদ উদযাপন

প্রকাশনার সময়: ২৩ জুলাই ২০২১, ২১:০৯

বছর ঘুরে আবার চলে আসে ঈদ। ঈদ আনন্দে ভেসে উঠে মানুষের হৃদয়। জীবিকার টানে কতজন চলে যায় কত দিকে। আবার ঘরে ফেরার সুযোগ পায় বছরের দুটি ঈদে।

উচ্চশিক্ষার জন্য হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা ঈদ উদযাপন করেছেন ক্যাম্পাসেই। বিশ্ববিদ্যালয় খুলে দিবে এই প্রত্যাশায় দেশে ফিরেনি অনেক বিদেশি শিক্ষার্থী। ঈদে বাঙালি বন্ধুদের সাঙ্গে ঘুরে বেড়িয়েছেন এবং গ্রহণ করেছেন কোরবানির দাওয়াত।

ঈদ উদযাপনের অনুভূতি জানতে চাইলে, সোমালিয়ার আব্দুল্লাহ্ আলী ইব্রাহিম বলেন, ‘সকল বাংলাদেশি বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মহামারির সময়ে পরিবার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ঈদ উদযাপন করা কঠিন ছিলো কিছুটা। তবে সেটা পুরোপুরি বুঝতে দেয়নি এখানকার বন্ধুরা। আমরা মজা করার চেষ্টা করেছি এবং মসজিদে প্রার্থনা করেছি। অনেক ঘুরেছি এবং প্রচুর ছবি তুলেছি। ফেইসবুকে নিজ পরিবারের সাঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাঙালী বন্ধুদের বাড়িতে কোরবানির দাওয়াত পেয়েছি। এটি আমার জীবনের স্মরণীয় ঈদ হয়ে থাকবে। এমন ঈদ উদযাপন করার সুযোগ দেওয়ায় মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি।’

আব্দুল্লাহ্ আলী ইব্রাহিম এবং আবু বকর সাইদুর মতো অনেক বিদেশি শিক্ষার্থী ঈদ উদযাপন করেছেন হাবিপ্রবিতে। তাদেরকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুরা। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান।

নেপালের শিক্ষার্থী দিপাক ঈদ উদযাপন সম্পর্কে বলেন, ‘প্রথমে আমি বলতে চাই ঈদ মোবারক আপনাদের সবাইকে। আমি এই ঈদে খুব আনন্দিত কারণ আমি দেখতে পাই বিভিন্ন ধরণের সংস্কৃতি। যেমন তারা আমাদের বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরণের খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছিল। এই ঈদে আমার এক সেরা বন্ধু আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল

আমি রংপুরে গিয়ে দেখি তারা কীভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করছে। তার পরিবার আমাকে কাপড়, টাকাসহ ইত্যাদি উপহার দিয়েছে। আমি অবাক হয়েছি এবং তারা আমাকে নিজের পরিবারের সদস্যের মতো যত্ন করেছে। আমার বন্ধুদের (আবির রাহমান) পরিবারকে যত্নবান হওয়ার জন্য ধন্যবাদ এবং আমাকে প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি গ্রাজুয়েট তৈরী করার সুনাম অর্জন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ