ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

সড়ক দুর্ঘটনায় আহত নোবিপ্রবির দুই শিক্ষার্থী ও কর্মচারী

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:২২

আবারো বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুজন শিক্ষার্থী ও একজন কর্মচারী। আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে। এর আগে গত ৭ ডিসেম্বর সোনাপুর জিরো পয়েন্টে নোবিপ্রবি আইএসএলএম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অজয় মজুমদার ট্রাকের চাপায় নিহত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয় থেকে সোনাপুর অটোযোগে যাওয়ার পথে সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী এবং একজন কর্মচারী গুরুতর আহত হন।

আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিবিএ এবং ফুড টেকনোলজি এন্ড নিউট্রেশন সাইন্স বিভাগের শিক্ষার্থী এবং কর্মচারীও একই বিভাগের ল্যাব এসিস্ট্যান্ট বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, উঁচু নিচু সড়কে দ্রুত গতিতে এগিয়ে আসা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সাথে ধাক্কা দেয়।যার ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার সাথে সাথেই উপস্থিত স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর প্রফেসর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,"আমি বিষয়টি অবগত হয়েছি। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের নিকট প্রক্টোটিয়াল টিম পাঠিয়েছি এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।“

শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকেই নিরাপদ সড়কের দাবি করে আসছে। বিশ্ববিদ্যালয় থেকে সোনাপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বাজে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা থেকে সোনাপুর পর্যন্ত চার লেনের রাস্তার কাজ চলায় মাইজদী রাস্তায় চলাও অনিরাপদ হয়ে পড়েছে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ