ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জিলহজ ১৪৪৫

মানসিক স্বাস্থ্য সচেতনতায় পরিবেশের ভূমিকা শীর্ষক সেশন

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৯:১৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্থক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বিভাগে এই সেশন অনুষ্ঠিত হয়।

‘Mindful Earth : Fostering Mental Wellbeing through Environmental Awareness’ নামে আয়োজিত সেশনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক, সাইকোলজিস্ট আদিবা আক্তার।

সেশনে আলোচক আদিবা আক্তার মানসিক স্বাস্থ্যের সাধারণ বিষয়গুলোর পাশাপাশি কীভাবে সুস্থ পরিবেশ আমাদের মনকে সুন্দর রাখে তা নিয়ে আলোকপাত করেন। গাছ লাগানো, দূষণ প্রতিরোধ করে পরিবেশ সচেতনতায় সচেষ্ট থাকার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি। এ ছাড়াও শিক্ষার্থীদের এ ধরণের কাজে যুক্ত থেকে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্বাস্থ্যের প্রতিটি গুণ অর্জনের তাগিদ দেন তিনি।

সেশনের পর আর্থক্লাব আয়োজিত ইকো এক্সিলেন্স কন্টেস্টের বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। দুই ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় পোস্টার ডিজাইনিং এ প্রথম স্থান অধিকার করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুকিতুল ইসলাম। কন্টেন্ট রাইটিং এ প্রথম স্থান অধিকার করেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাফা বিনতে কাদের। এ ছাড়াও ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় "একটিভ সোল" এওয়ার্ড পান পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শতরুপা দে। পরে ক্লাবের সভাপতি তাশরীফ মল্লিকের ধন্যবাদ জ্ঞাপন এবং শিক্ষার্থীদের স্ন্যাকস বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় আয়োজনটির।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণের প্রয়াসে শুরু থেকেই ভিন্ন ধারায় কাজ করে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় আর্থক্লাব। এরই ধারাবাহিকতায় এ ধরণের সেশন আয়োজন প্রশংসার দাবিদার।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ