ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২১, ১৪:২৮

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬এপিবিএন সদস্যরা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে টেকনাফের হ্নীলা আলীখালী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের জামাই বাজার নামক এলাকা থেকেতাদেরকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন, এফসিএন ডি ব্লকের মৃত আবুল খায়ের ছেলে আব্দুল আমিন প্রকাশ কালু ডাকাত(২৬) ও একই এলাকার মো: আমিনের ছেলে মোহাম্মদ আয়াস (২৯)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো: তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাতে আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ ডি ব্লকের/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ারবাড়ির সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা কালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান সুটারগান অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ