ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বগুড়ায় ছুরিকাঘাতে কৃষক নিহত

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ২১:৪৭

বগুড়ার শাজাহানপুরে পূর্বশত্রুতার জেরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে আলফাজ প্রামাণিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আলফাজ প্রামাণিক বগুড়ার কাহালু উপজেলার শিবাকলমা দাসেরপুকুর হিন্দুপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আলফাজ প্রামাণিকের জামাই আবু মুসা জানান, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে তার শ্বশুর আলফাজ প্রামানিক শাজাহানপুর উপজেলার খরণা বনভেটি স্কুল মাঠে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এসময় অজ্ঞাতনামা দৃর্বৃত্ত তার শ্বশুরের পথরোধ করে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে ভাল চিকিৎসা না পেয়ে তার শ্বশুর আলফাজ প্রামানিক কাউকে কিছু না বলে গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাড়িতে চলে আসেন। এরপর রাত ১২টার দিকে তিনি মারা যান।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আলফাজ প্রামানিককে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ