ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

কানে হেডফোন: ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু 

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২১, ২২:৫৭

গোপালগঞ্জ রাজশাহী রেল রুটের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

ওই কলেজছাত্রের নাম- সাগর বিশ্বাস (২৩)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের যতীন বিশ্বাসের ছেলে ও ফরিদপুর পলিটেকনিকেল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।

রবিবার রাত নয়টার দিকে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর গান শোনার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জের অভিমুখে যাওয়ার সময় ওই ছাত্র ট্রেনে কাটা পড়ে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদ রানা ও লিয়াকত আলী বলেন, কলেজছাত্র সাগর বিশ্বাস রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তার লাশ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে, পাশেই পড়েছিল ভাঙা মোবাইল। রেল লাইনের পাশ দিয়ে পথচারীরা যাওয়ার সময় রাত সাড়ে নয়টার দিকে তার লাশ দেখতে পান।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম বলেন, ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ