ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

সালেহা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৮:১৪

কিশোরগঞ্জের ইটনায় মানবিক সংগঠন সালেহা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল।

গত শনিবার (৩০ মার্চ) বিকেলে হোটেল উজানভাটিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ ভুঁইয়া রিগানের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক আব্দুর রহিম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, ঢাকাস্থ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি এরশাদ উদ্দিন মল্লিক এবং ৫নং বদলা ইউপির চেয়ারম্যান আদুলুজ্জামান ভুঁইয়া।

চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজারুল আলম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণিপেশার মানুষ ও ফাউন্ডেশনের পরিচালকরা।

এছাড়াও ইতোমধ্যেই ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রোমান ভূঁইয়ার উদ্যোগে এলাকায় আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. রোমান ভূঁইয়া বলেন, এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, সর্বময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। চলমান কার্যক্রমের মধ্যে বিভিন্ন মসজিদে উন্নয়ন কাজে আর্থিক অনুদান দেওয়া ও বিভিন্ন মসজিদে সিলিং ফ্যান বিতরণ, হাফিজিয়া মাদরাসায় অধ্যায়নরত ছাত্রদের মাঝে পোশাক বিতরণ, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সামনে আরো কিছু পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।

এসময় তিনি এসব জনকল্যাণমূলক কাজে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ