ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব চাইলেন লায়ন নুর

প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৪, ১৪:৪৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভেজাল, নকল ও প্রতারণা প্রতিরোধে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব চাইলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লাইন নুর ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর লিখিতভাবে দায়িত্ব চেয়ে আবেদন করেছেন তিনি।

লাইন নুর ইসলাম বলেছেন, তিনি এদেশের দুটো আইনের প্রস্তাবক। ভোক্তা অধিকার আইন ২০০৯ ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে আইন ২০১৪।

আমি বাংলাদেশের ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জানিয়ে তিনি বলেন, সরকারের সুনাম রক্ষা, ভোক্তা অধিকার তথ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ভেজাল নকল প্রতারণা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই।

তিনি আরও বলেন, বিগত দিনে সরকারের দুর্দিনে আমি যেসব তথ্য বা উন্নয়ন পরিকল্পনা খনিজ সম্ভাবনার মন্তব্য করেছি। তা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলব আমাকে ছয় মাসের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলে আমি উল্লেখিত সমস্যার সমাধান করে সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি সহ জনমনে প্রশান্তি স্থাপন করতে সক্ষম হবো। এটি আমার চ্যালেঞ্জ। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী সৈনিক হিসেবে এটা আমার প্রত্যয়। যদিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নড়াইল-২ আসনে ঈগল প্রতীকে নির্বাচন করেছিলাম। আমি আমার জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টাও বটে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ