ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রতীক পেলেন যারা

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৯:০৩

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন কমিশনের দপ্তর।

বুধবার (২০ মার্চ) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. লুৎফুল কবীর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা। তারা হলেন- আওয়ামী লীগের লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন বাদল (চশমা), আওয়ামী লীগের লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মমতাজ আলী (মোটর সাইকেল) এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন এমপি অ্যাডভোকেট মোছা. সফুরা বেগম রুমি (কাপ-পিরিচ)।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. লুৎফুল কবীর সরকার জানান, প্রত্যেক প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সেই সাথে প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে ভোটার সংখ্যা ৬শ ২৪ জন। আগামী ৩ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ