ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:২৮

ঘন কুয়াশায় ৬ ঘণ্টার অধিক সময় পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৪টায় দিকে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ-নৌপথে ১৩টি ফেরি চলাচল করছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ