ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১১:১২ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:২৫

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ‍্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় দীর্ঘ ১১ ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর, পুনরায় এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে হঠাৎ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে ফেরি বন্ধ রাখার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পাড়ে অপেক্ষায় রয়েছে কয়েকশ ছোট-বড় গাড়ি। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ছাড়িয়ে প্রায় চার কিলোমিটার এলাকায় গাড়ির লম্বা লাইন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর দৌলতদিয়া প্রান্তে যানবাহনের এত বড় লম্বা লাইন দেখা গেছে।

ফেরি বন্ধ রাখা সম্পর্কে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ম্যানেজার নুর আহমেদ ভূঁইয়া বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ৯টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ