ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩০

প্রকাশনার সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন।

পুলিশ জানায়, কুড়িগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট মূলে ফুলবাড়ী থেকে একজন, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থেকে ৬ জন, নাগেশ্বরী থেকে ২ জন, নিয়মিত মামলায় কুড়িগ্রাম সদর থেকে একজন, নাগেশ্বরী থেকে ৩ জন, ফুলবাড়ী থেকে ২ জন, রাজিবপুর থেকে একজন, রৌমারী থেকে ১০ জন, কচাকাটা থেকে একজন, পূর্বের মামলায় কুড়িগ্রাম থেকে একজন, ফুলবাড়ী থেকে একজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে উলিপুর থেকে একজনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

নিরাপদ কুড়িগ্রামের জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ সুপার।

নয়াশতাব্দী/জেকে/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ