ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

আইপিএলে বাতিল হতে পারে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’

প্রকাশনার সময়: ১০ মে ২০২৪, ১৬:৪৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে নিজের অখুশির কথা জানান রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক খোলাখুলি কথা বলার পর, এ নিয়ে সমালোচনা করেন অনেকে। এবার গত আসরে চালু এ নিয়ম আগামীতে থাকবে কি-না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

আইপিএল ছাড়াও সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টেও চালু রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। আইপিএল এই নিয়ম, থাকা না থাকা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি জয় শাহ।

তিনি বলেন- ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলা হবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে এই নিয়ম থাকবে কি-না! ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি পাকাপাকি নয়। তবে এই নিয়মের বিরোধিতা করে এখনও কেউ কিছু জানায়নি।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে নিজের সমর্থনের কথা জানান জয় শাহ, পরীক্ষামূলকভাবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করা হয়। আইপিএলে প্রতি ম্যাচে দু’জন ভারতীয় বেশি খেলার সুযোগ পাচ্ছে।

আগামী আসরের আগে ইমপ্যাক্ট প্লেয়ারের ইস্যুতে কী সিদ্ধান্ত নেয় বোর্ড, সে দিকে নজর সকলের এটি নিজেও জানান জয় শাহ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ