ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয় দল থেকেও শক্তিশালী আবাহনী: সুজন

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ২১:১১ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ২১:১৪

জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারের ঠিকানা আবাহনী। বাংলাদেশ দলের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ অনেকেই আবাহনী থেকে যাত্রা শুরু করে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরেও টানা ৯ জয়ে শীর্ষে আবাহনী। এবার দলটির কোচ খালেদ মাহমুদ সুজন বললেন, জাতীয় দল থেকেও শক্তিশালী আবাহনী।

রোববার (৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুজন বলেন, ‘আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম, তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন স্ট্রং। সুতরাং যারা আবাহনীর জন্য প্রতিদিন অনুশীলন করছে, পারফর্ম করছে, ইটস নট ইজি তাদের ফেলে দেওয়া। লিটন দেশসেরা ব্যাটসম্যান। ওর জন্য হয়তো দরজাটা খোলা আছে। সে আবাহনীর হয়ে অনেক বছর ধরে খেলছে। পারফর্ম করছে। যদিও আমরা তাকে লাস্ট দুই বছর অনেক কম পেয়েছি। খেলাতে পারিনি, খেলতে পারেনি।’

আবাহনী অনেক পেশাদার জানিয়ে মাহমুদ যোগ করেন, ‘আমি মনে করি ওরা (ক্রিকেটাররা) পেশাদার। আমি আমার সেরা দলটাই নেব। শান্ত এসেছে। মোসাদ্দেক খুবই ভালো ছিল শেষ আট ম্যাচে। দিন শেষে আমি চ্যাম্পিয়ন হতে চাই।’

আমি তো বললাম, ‘আবাহনীতে কারো জায়গা নিশ্চিত না। আমি খুবই পেশাদার। আবাহনী অনেক টাকা দেয়। প্রিমিয়ার লিগের অন্য দল থেকে বেশি টাকা দেয় বলে ওরা আবাহনীতে খেলে। লিটন দাস, মোসাদ্দেক, শান্ত, সাইফউদ্দিন ওরা আবাহনীতে অনেক বছর খেলছে। ওরা কিন্তু যেতেও চায় না। তারা আবাহনীতে খেলতে চায়।’

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ