ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জিলহজ ১৪৪৫

রাইসির পরে কে হবেন প্রেসিডেন্ট, ইরানে উদ্বেগ

প্রকাশনার সময়: ২৩ মে ২০২৪, ১৪:২৫

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দেশটির কিছু মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

ইরানের উদ্বিগ্ন এ লোকজনের মধ্যে মোহাদেসেহ জালালি একজন। বুধবার (২২ মে) ইরানের রাজধানী তেহরানে রাইসির জানাজা হয়। এতে তিনি অংশ নেন। জালালি বলেন, এখন তার মধ্যে দুঃখ-শোকের চেয়ে উদ্বেগ বেশি কাজ করছে।

গত রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে তিনি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারটির আট আরোহীর সবাই নিহত হন। রাইসির মৃত্যুর পর মোহাম্মদ মোখবারকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। তিনি আগে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

রাইসির উত্তরাধিকারী ঠিক করতে ইরানে ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩১ বছর বয়সী ইরানি নাগরিক মোহসেন বলেন, আমি কীভাবে তার (রাইসি) মতো একজনকে খুঁজে পাব? আমি সত্যিই বিষয়টি নিয়ে চিন্তিত।

মোহসেন আরও বলেন, তিনি যত দূর জানেন, তাদের কাছে রাইসির মতো মর্যাদাসম্পন্ন কোনো প্রার্থী নেই।

রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এ শোক পালন শেষ হলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হতে পারে।

মোহসেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি জানেন না এ নির্বাচনে কী হবে।

নয়াশতাব্দী/জিএস/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ