মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১

‘শিল্পী সমিতি কী কাজে লাগে!’

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১৫:০০

নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত নির্বাচনের পর সাধারণ সম্পাদকের পদটি নিয়ে আদালত পর্যন্ত দৌঁড়াতে হয়েছে শিল্পীদের।

এবারের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। এতে মিশা-ডিপজল প্যানেল জয়লাভ করে। তাদের শুভেচ্ছাও জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ। কিন্তু কিছুদিন পর সেই নির্বাচন নিয়ে আদালতে রিট করেন এ নায়িকা।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সামাজিকমাধ্যম থেকে শুরু করে নানা মহলে এখন চর্চা। এ নিয়ে যখন সবাই আলোচনা-সমালোচনা করছেন, সেই সময় বিষয়টি নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

শুক্রবার (২৪ মে) ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে এ নায়িকা লেখেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে, তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি, তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষ এর এত ধৈর্য!

চিত্রনায়িকা বর্ষার এ পোস্ট অবশ্য নজর এড়ায়নি নেটিজেনদের। মন্তব্যের ঘরে এ নায়িকার সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মতামতও জানিয়েছেন তারা। অনেকেই লিখেছেন, আপনি ঠিক বলেছেন। আবার কেউ লিখেছেন, উচিত কথা বলেছেন আপনি। তবে এর মধ্যে কেউ কেউ আবার ধন্যবাদও জানিয়েছেন বর্ষাকে।

এর আগে বর্ষার স্বামী প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ডেকেছিলেন নিপুণ। কিন্তু অনন্ত জলিল কৌশলে তাকে ফিরিয়ে দিয়ে গেল মার্চে নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার নেই। যাদের হাতে সিনেমা নেই, তারাই নির্বাচন করে। আমাকে ব্যবসায় সময় দিতে হয় প্রচুর। তার মধ্যেই সময় বের করে শুটিং করি সিনেমার। কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করেছি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বর্ষা অভিনীত সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এতে তার বিপরীতে আছেন অনন্ত জলিল।

এছাড়া ঘোষণা হয়েছে ‘চিতা’ নামের একটি সিনেমার। এখানেও বরাবরের মতো অনন্ত জলিলকে রাখা হয়েছে বর্ষার সঙ্গে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ