সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

কান উৎসবের পর্দা নামবে আজ

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১৩:৪১

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’-এর পর্দা নামবে শনিবার (২৫ মে)। গত ১৪ মে ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে উৎসবটি। ইতোমধ্যে মূল প্রতিযোগিতা বাদে উৎসবের অন্য বিভাগগুলো সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রতিযোগিতা বিভাগের পুরস্কারের বিচার-বিশ্লেষণ।

আজ উৎসবের সমাপনী দিনে সন্ধ্যার আগ পর্যন্ত পুনরায় প্রদর্শিত হবে মূল প্রতিযোগিতা বিভাগের ২২টি সিনেমা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) শুরু হবে উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জানা গেছে, স্বর্ণপামজয়ী সিনেমাসহ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবেন প্রধান বিচারক গ্রেটা গারউইগ। উদ্বোধনী আয়োজনের মতো সমাপনী আয়োজনও সঞ্চালনা করবেন ফরাসি অভিনেত্রী কামিল কতিঁ।

এবার কার হাতে উঠবে স্বর্ণপাম:

চলতি বছর কানের মূল প্রতিযোগিতায় লড়ছে ২২টি সিনমো। আজ মধ্যরাতে ঘোষিত হবে উৎসবে পুরস্কারজয়ী সিনেমা, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারের নাম। তবে এবার কার হাতে উঠবে সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম, এ নিয়ে যেন জল্পনার শেষ নেই।

এদিকে ভ্যারাইটি, হলিউড রিপোর্টারসহ বেশ কয়েকটি গণমাধ্যম তাদের পূর্বানুমান প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের শন বেকারের কমেডি ‘আনোরা’, কোরালি ফারগেটের বডি হরর ‘দ্য সাবস্ট্যান্স এবং জ্যঁ অদিয়াঁরের মিউজিক্যাল ক্রাইম কমেডি ‘এমিলিয়া পেরেজ’ এগিয়ে রয়েছে।

অন্যদিকে সেরা পরিচালকের দৌড়ে এগিয়ে আছেন কোরালি ফারগেট। সেরা অভিনেতা জেরেমি স্ট্রং (দি অ্যাপ্রেন্টিস) এবং সেরা অভিনেত্রীর দৌড়ে তিনজন—মাইকি ম্যাডিসন (আনোরা), কারলা সোফিয়া (এমিলিয়া পেরেজ) ও ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)।

শাজি এন করুণের ‘সোয়াহাম’ (১৯৯৪)-এর ৩০ বছর পর ভারতীয় কোনো সিনেমা জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়। সিনেমাটি হলো— পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেই প্রথম ভারতীয় নারী হিসেবে স্বর্ণপামের জন্য মনোনীত হলেন পায়েল। গত ২৩ মে কানে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রদর্শনীতে পরিচালকসহ হাজির হয়েছিলেন তিন অভিনেত্রী কানি কুশ্রুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম এবং অভিনেতা ঋধু হারুন।

এর আগে কানের ইতিহাসে আটটি ভারতীয় সিনেমা লড়েছিল মূল প্রতিযোগিতায়। এর মধ্যে আছে বাঙালি দুই পরিচালক সত্যজিৎ রায়ের ‘পরশ পাথর’ (১৯৫৮) এবং মৃণাল সেনের ‘খারিজ’ (১৯৮৩)। তবে ৭৮ বছর আগে চেতন আনন্দের ‘নীচা নগর’ সিনেমার মাধ্যমে একবারই স্বর্ণপাম জেতে ভারত।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ