ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জিলহজ ১৪৪৫

কলকাতায় নতুন সিনেমার শুটিংয়ে জয়া

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ২৩:০৭

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় নিজেকে ফুটিয়ে তোলেন ভিন্ন ভিন্ন চরিত্রে। বুধবার (২২ মে) কলকাতায় শুরু হল এই অভিনেত্রীর নতুন সিনেমার শুটিং।

অনিরূদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ সিনেমায় ফুটে উঠবে সম্পর্কের গল্প। এতে জয়া ছাড়াও থাকছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। এ ছাড়া তামিল-মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া ও অনুভা ফতেপুরিয়াও থাকবেন অন্যতম আকর্ষণ হিসেবে।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, এই ধরনের গল্প আগে বলা হয়নি। এমনকি আমিও এই ধরনের চরিত্র আগে করিনি। আন্তরিক ধন্যবাদ পরিচালককে আমাকে এমন সুন্দর একটা সিনেমায় যুক্ত করার জন্য।

‘ডিয়ার মা’ সিনেমার শুটিং চলবে পুরো কলকাতা শহরজুড়ে। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ