ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জেমসের ছবি পোস্ট করে যা লিখলেন রূপম

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ২২:০২ | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ২২:১৮

গত ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে পারফর্ম করেছে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপম ইসলামের ব্যান্ড ফসিলস। এ কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস। সেই মঞ্চেই জেমসকে ‘মহাগুরু’ বলে সম্মোধন করেছেন রূপম।

অনুপ্রেরণা হিসেবে সব সময় জেমসের নাম শ্রদ্ধার সঙ্গেই উচ্চারণ করেন কলকাতার জনপ্রিয় গায়ক রূপম ইসলাম। আর তাই জেমসকে কাছে পেয়ে নিজেকে সংবরণ করতে পারলেন না। লিখলেন, মহাগুরুর হাসিমুখ!

এমনকি ৪ মার্চ নিজের সোশ্যাল মাধ্যমেও লেখেন এই গায়ক। ছবির ক্যাপশনটা ছিল এমন- ‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।’

মূলত কনসার্টটি ছিল নগরবাউল ও ফসিলসকে কেন্দ্র করেই। রোববার রূপম নিজেও সেই কনসার্টের ভিডিও লাইভ করেছেন। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।

কনসার্টে বাংলা গানের পাশাপাশি জেমস গেয়েছেন হিন্দি গানও। ‘ভিগি ভিগি’, ‘আলবিদা’ কিংবা ‘চাল চালের মতো’ হিন্দি গান ছিল সে তালিকায়।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ