ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ ১৪৪৫

মঞ্চ মাতাতে ঢাকা আসছেন বলিউড র‍্যাপার বাদশা

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬

ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানিয়েছে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো।

জানা গেছে, কনসার্টি অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো জোনে। দুপুর ২টায় গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকাল ৩টায়। তবে রাত ৮টার পর কেউ প্রবেশ করতে পারবেন না। আয়োজনটির টিকিট বিক্রি শুরু হবে শিগগির।

এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও গান গাইবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, ব্ল্যাক জ্যাং, সঞ্জয় ও জেফার।

বাদশাহ'র আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া হলেও ‘বাদশাহ’ নামে বেশি পরিচিত তিনি। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। এর আগেও তিনি ঢাকার মঞ্চে গান শুনিয়েছেন।

বাদশাহ তার হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবী গানের জন্য পরিচিত। ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত কর্মজীবন শুরু করেন এ শিল্পী। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তার স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন।

এছাড়াও তিনি কালা চশমা, গারমি, পানি পানি, গেন্দা ফুলের মতো অনেক হিট গান উপহার দিয়েছেন বলিউডকে।

নয়াশতাব্দী/ডিএ/

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ