ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ ১৪৪৫

জয়ার সিনেমাটি শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য!

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪

নির্মাণ শুরুর আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে সিনেমাটির শুটিং শেষ হয় চার বছর আগে। জয়া আহসান অভিনীত এ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য বলে জানিয়েছেন পরিচালক।

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটি কেন প্রাপ্তবয়স্কদের জন্য জানতে চাইলে পরিচালক নুরুল আলম আতিক বলেন, ‘সিনেমাটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য হওয়ায় আমরা বাচ্চাদের সিনেমা হলে আসতে বারণ করছি। আমার ধারণা, প্রাপ্তবয়স্ক এবং সাধারণ দর্শকরা ‘পেয়ারার সুবাস’ দেখলে খুবই পছন্দ করবেন।’

তিনি বলেন, ‘আমরা তো তেমন গন্ধের ছবি দেখি না। পেয়ারার সুবাস-এ ঘ্রাণ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের ঘ্রাণ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধও হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। ‘পেয়ারার সুবাস’ ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলোর অবস্থান দেখানো হচ্ছে এতে।’

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী সুষমা সরকার বলেন, ‘ভালোবাসাহীন ভালোবাসার গল্প এটি। এশানে আমি যে চরিত্রটি করেছি, সেটা আমার জন্য নতুন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে আমাদের সার্থকতা আসবে।’

‘পেয়ারার সুবাস’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।

সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘আমি সিনেমাটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে সিনেমা নির্মাণের সাহস দেখিয়েছে।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ