সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

চবিতে জীবনানন্দ দাশ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ২৩:৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র (চবি) বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির উদ্যোগে প্রথমবারের মতো 'কবি জীবনানন্দ দাশ ফুটবল টুর্নামেন্ট-২০২৪' আয়োজিত হয়েছে।

শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালের এ.এফ. রহমান হলের খেলায় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে টিম কীর্তনখোলা টিম সন্ধ্যার বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়। মোট চারটি দলের অংশগ্রহণে আয়োজিত হয় এবারের ফুটবল টুর্নামেন্ট। দলগুলো হলো- কীর্তনখোলা, সন্ধ্যা, ধানসিঁড়ি, পায়রা।

সমিতির সভাপতি অনিরুদ্ধ রুদ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ছিলেন চবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম।

অনুষ্ঠানের উদ্ধোধন করেন সমিতির প্রধান শিক্ষক উপদেষ্টা ড. আহসানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমিতির সম্মানিত উপদেষ্টা চট্টগ্রামের ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার শিমুল, সমিতির সাবেক সভাপতি আমিন হোসেন , শাওন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম.এইচ হৃদয় ও আবদুর রহিম সোহেল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ