ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

১০ রমজান থেকে ছুটির দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ১৯:০০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১০ রমজান থেকে ছুটির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপাচার্যের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্যের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রশিদ। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১ হাজার শিক্ষার্থী স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত দুই বছর যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮° সেলসিয়াস এবং ৩৭.৮° সেলসিয়াস ছিল। যা দেশের মধ্যে সর্বোচ্চ। যশোরের এই তীব্র তাপদাহে রমজানের রোজা রেখে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস, ল্যাব, পরিক্ষা ইত্যাদি একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টসাধ্য। তাই শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনা করে ১০ রমজানের পরে ক্লাস,পরীক্ষা বন্ধ ঘোষণা করার দাবি করেন শিক্ষার্থীরা। শারীরিক সুস্থতা এবং যশোরে গরমের তীব্রতার বিষয়টি বিবেচনায় রেখে উপরিউক্ত দাবিটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ