মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১

কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ২৩:১৮

নেত্রকোণার কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৬৫) নামের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০/২৫ জন নারী-পুরুষ আহত হয়েছে।

শনিবার (২৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউপির বিঞ্চপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক পিপিএম।

স্থানীয় ইউপি সদস্য সাজেদুল রহমান সাজু জানান, বিঞ্চপুর গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই বছর আগে লতিব মেম্বার ও মাহাবুর রহমান ঝান্টুর মধ্যে দুইটি গ্রুপ হয়। বেশ কয়েকবার শালিশ করে তারা মীমাংসা হয়। এক সাথে চলাফেরাও হয়।

তিনি জানান, আজ শনিবার বিকেলে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টু'র গ্রুপের ছেলে শিশুরা। একপর্যায়ে খেলার বল চলে যায় লতিব মেম্বার গ্রুপের একজনের জমিতে। কেন বল তাদের জমিতে গেল এনিয়ে দুই পক্ষের মাঝে কথার কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। সংঘর্ষে ঝান্টুর গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে ২০/২৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমসহ ১৩/১৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে আবুল কাইয়ুম মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ