মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধুর মৃত্যু

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ২১:৩০

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে চরফ্যাশন-শশীভূষণ সড়কের বিআরডিবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন- পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে তানজিদ (২০) ও উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মাঝির ছেলে ইমন (২১)। নিহত দুজন বন্ধু হন বলে জানা গেছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বিআরডিবি মোড় সংলগ্ন শশীভূষণ থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে এসে সড়কে পিছলে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবকই রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রেবেকা জানান, হাসপাতালে আসার আগেই দুই যুবকদের মৃত্যু হয়েছে।

ওসি শাখাওয়াত হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ