ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ ১৪৪৫

৮ মাসের শিশু চুরি করে ভিক্ষাবৃত্তি, নারী আটক

প্রকাশনার সময়: ০২ মে ২০২৪, ২০:০৭ | আপডেট: ০২ মে ২০২৪, ২০:০৯

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে ১ মাস আগে ৮ মাস বয়সী অপহরণ হওয়া শিশু আব্দুলাহ আল নোমানকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের দায়ে আইরিন নামের এক নারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২ মে) জিএমপির প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপির উত্তর অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান।

তিনি জানান, গত ৩ এপ্রিল গাজীপুরের নাওজোড় এলাকার নিজ বাসা থেকে শিশু আব্দুল্লাহ নোমানকে অপহরণ করে নিয়ে যায় আইরিন আক্তার। পরে শিশুর বাবা বাদী হয়ে বাসন থাকা একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার (১ মে) বিকেলে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার চায়না মোড় থেকে আসামি আইরিনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা করা শিশু নোমানকে।

তিনি আরও জানান, অপহরণকারী আইরিন আগে ভিক্ষাবৃত্তির কাজে লিপ্ত ছিলো। শিশু নোমানকে নিয়ে ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় তিনি ভিক্ষা করছিলো। ভালো আয় করার উদ্দেশ্যে মূলত শিশু নোমানকে অপহরণ করেছিলো বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, দীর্ঘ ১ মাস পর অপহৃত শিশু নোমানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা নোমানের মা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ