ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

‘দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার’

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৭:২৩

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা বলেছেন, দরিদ্র মানুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছেন। একই সঙ্গে দেশের মানুষরা পাচ্ছে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা।

সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীর মোড়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, ইউপি সদস্য মমতাজ বেগম ও শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ইজিপিপি ২য় পর্যায় কাজে এবারে ২০৫৭ জন শ্রমিক নিযুক্ত করা হয়েছে। প্রত্যেক দিন কাজের বিনিময়ে একজন শ্রমিক ৪০০ টাকা করে মজুরি পাবেন। এসব শ্রমিক দিয়ে উপজেলার ১৪ ইউনিয়নে ৬৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ