ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ১৭ লাখ টাকা

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৩:০৯

ঈদ উৎসব পালন করতে মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও খুব বেশি যানবাহনের চাপ নেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।

রোববার (৭ এপ্রিল) মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্বাভাবিকের তুলনায় কিছু যানবাহন চলাচল করায় মহাসড়কে তৈরি হয়নি গাড়ির সারি বা যানজট। এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, শনিবার গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ১৩ হাজার ২১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৯ লাখ ৪০ হাজার ৬শ’ টাকা। ঢাকাগামী ১১ হাজার ৮৬৫টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, বঙ্গবন্ধু সেতু দিয়ে ২ হাজার ১৪টি মোটরসাইকেল, হালকা যানবাহন ৮ হাজার ৪২২টি, বাস ৬ হাজার ৬৭টি এবং ট্রাক ৮ হাজার ৫৮১টি যানবাহন পারাপর হয়।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদের ছুটির আগেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।

এদিকে মহাসড়কে যানজট নিরসনে ৭ শতাধিক জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ