ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জামালপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ২২:২৬

জামালপুরের মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এই পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন।

আহতরা হলেন- পৌরসভার গাবেরগ্রামের এলাকার রিপন (২২), জোনাইল এলাকার শিশু আয়েশা (৬), চরগোপালপুর এলাকার শিশু জাকারিয়া (৫), বানিকুঞ্জ এলাকার কিশোর ইমন (১৬),বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকার যুবক রেজাউল (৩৮), কিশোর সিয়াম (১৮) ও কিশোরী তৃপ্তী (১৮)। আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নিয়েছেন।

কুকুরের কামড়ে আহত যুবক রেজাউল বলেন, বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ পাগলা কুকুরটি এসে কামড় দেয়।

আহত কিশোর ইমন বলেন, বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় কুকুরটি আমাকে কামড় দিয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের ৭ জন আহত হয়েছে। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ