ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ঈশ্বরদীর সড়কে ঝরল যুবকের প্রাণ

প্রকাশনার সময়: ২৭ মার্চ ২০২৪, ১৪:৫৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১৪:৫৯

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান মিজান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমান উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর নওদাপাড়া গ্রামের মিলন হোসেনের ছেলে এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় মাহফুজুর রহমান সোহান জানান, নিহত মিজানুর রহমান মিজান পাকশী-পাবনা বগামিয়া সড়কে রাত ৮টায় মোটরসাইকেলযোগে আওতাপাড়া যাচ্ছিলেন। পথে আওতাপাড়া বাজারের সন্নিকটে মোড় নেওয়ার সময় পেছন থেকে সাহাপুর মন্ত্রী মোড়ের রিয়াদ (২৪) নামে আরেক যুবকের মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেন। এতে ছিটকে রাস্তায় পড়ে মিজানের মাথা ও ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। রাজশাহী নেওয়ার পথে নাটোরে পৌঁছাতেই তার মৃত্যু হয়।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ