ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

১৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ২০:০০ | আপডেট: ০৭ মার্চ ২০২৪, ২০:৪১

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন পাইকারি বাজার ও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল (১) এর নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর অপরাধে মা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স না থাকায় জমজম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রাস্তা দখল করে দোকান করার অপরাধে জিলানী ট্রেডিং কর্পোরেশনকে ৫ হাজার টাকা, মেসার্স জিম জান্নাত এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স সততা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স মতিন এন্ড সন্সকে ৫ হাজার টাকাসহ মোট ১৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, সিটি কর্পোরেশনের জমিতে নির্মিত সোনাভান শপিং কমপ্লেক্স ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ব্যবসায়ীদেরকে কড়া হুশিয়ারি দিয়ে সতর্ক করা হয়েছে। অতি দ্রুত সময়ের ভেতর ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে না নিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ভবিষ্যতে কেউ যেন রাস্তা দখল করে দোকান না করে তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সোহেল রানা জানান, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা যাতে করে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ