ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

অটোরিকশা টার্গেট করে লক্ষ লক্ষ টাকা লুট

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১৯:১২

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করছে র‍্যাব-১২।

এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মৃত মতিউর রহমানের ছেলে কামরুল ইসলাম হাসান, সোহেল সেখের ছেলে ইমরান সেখ, আব্দুল মজিদ সেখের ছেলে মো ইনসান সেখ, মৃত আবুল হোসেনের ছেলে মুন্না সেখ এবং মৃত জয়নাল এর স্ত্রী মোছা. মুক্তি বেগম। সবাই সিরাজগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা।

জানা যায়- তারা এলাকায় ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিকশাকে টার্গেট করতো। তারপর এসব যানবাহন ক্রয়-বিক্রয় করে দেওয়ার নাম করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। দীর্ঘদিন তারা লোকচক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নিত। আসামিরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাঁদে ফেলে ছিনতাই করে আসছিলো।

আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ